বিদ্যুৎলেখা ঘোষ
আগুনের বাঁশি
বিদ্যুৎলেখা ঘোষ
অনেক মানুষের মধ্যে থেকে একজন
ছেলেটি বাঁশি বাজিয়ে চলেছে অকরুন
সামনের চত্বরে মোম আলোর ধারাপাত
হিংস্র জিঘাংসার বলি মেয়েটি অলক্ষে
দেখছে তারই ফুলকুমারী মূর্তি গড়েছে
তাকে ভালোবেসে সব মেয়েদের জন্য
রুখে দাঁড়িয়ে এমন ঘৃণ্য অমানবিকতার
বিচার চেয়েছে যারা
মাহ ভাদরে বিষাদের সুরে
মোম আলোগুলো জ্বলছে
সারিবদ্ধ সৈনিক যেন
নিঃশেষ করে নিজেদের ওরাও বলছে
মৃত্যুর আগে কেউ যদি মারে তোমাদের
বরাবর অবশ্যই করে দিও হিসেবটা।

পাঠকের মতামতঃ